বাংলাধারা প্রতিবেদন »
ইন্দোনেশিয়া থেকে জাহাজে এলো ২২টি মিটারগেজ কোচ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়া থেকে ৬ষ্ঠ ধাপে আসে আরও ২২টি মিটারগেজ কোচ।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান মেকানিক্যাল প্রকৌশলী ফকির মহিউদ্দিন বলেন, এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি ৫ম ধাপে ২২টি কোচ এসেছিলো। সবমিলিয়ে ২০০টি কোচের মধ্যে ১৩২টি কোচ দেশে পৌঁছেছে। কোচগুলো পাহাড়তলী ওয়ার্কশপে পরীক্ষা-নিরীক্ষা করে ফিট করা হচ্ছে। সম্পূর্ণ চলাচল উপযোগী করে বিভিন্ন ট্রেনে কোচগুলো যুক্ত করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম













