৯ নভেম্বর ২০২৫

ইপিজেডের ক্লিনিক থেকে নবজাতক উধাও

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের ইপিজেড থানার হাসপাতাল গেইট এলাকার মমতা মাতৃসদন নামে একটি ক্লিনিক থেকে ছেলে নবজাতককে চুরির ঘটনা ঘটেছে। 

রবিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে বাংলাধারাকে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।

জানা যায়, গতকাল (২৭ আগস্ট‌) সকাল ১০টার দিকে ওই শহিদুল তার স্ত্রীকে মমতা মাতৃসদন হাসপাতালে ভর্তি করান। এরপর দুপুরের দিকে ওই দম্পতির কোলজুড়ে আসে ছেলে সন্তান। এরপর আজ বেলা ৩টার দিকে অজ্ঞাত এক মহিলা ক্লিনিকে আসেন চট্টগ্রাম মেডিকেলের নার্স পরিচয়ে। এরপর টিকা দেয়ার কথা বলে নবজাতককে নিয়ে উধাও হয়ে যান।

মমতা মাতৃসদন ক্লিনিকের সিনিয়র সার্ভিস প্রমোশন অফিসার মো. মোর্শেদ নবজাতকের পরিবারের বরাতে বাংলাধারাকে বলেন, ‘আজ দুপুরের দিকে অ্যাপ্রোন পড়ে এক মহিলা এসেছিলেন। তিনি এসে নিজেকে চট্টগ্রাম। মেডিকেল কলেজের নার্স পরিচয় দেন। এরপর রোগীর স্বজনদের টিকা দেয়ার কথা বলেন। এরপর সেই মহিলা ওই নবজাতকের দাদীর সঙ্গে কথা বলে চা খেয়েছেন বিকেলের দিকে। এরপর বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে নিচে নামেন তারা।’

তিনি বলেন, ‘নিচে নেমে ওই মহিলা বলেন বাচ্চাটাকে আমাকে দাও। তুমি তো আর টিকা দিতে পারবেনা তুমি এক কাজ করো ৫০০ টাকার এই নোটটা ভাঙিয়ে আনো। এরপর রোগীর স্বজন টাকা ভাঙতি করতে গেলে ওই মহিলা বাচ্চা নিয়ে উধাও হয়ে যায়।’

‘বর্তমানে প্রশাসনের লোকজন এসেছে। তারা সহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে ওই মহিলাকে শনাক্তের চেষ্টা করছি।’

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলাধারাকে বলেন, ‘নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন নামে ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমরা এসেছি এই ক্লিনিকে। আমরা ক্লিনিকের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করছি।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ