বাংলাধারা প্রতিবেদন »
ইপিজেড থানাধীন ইয়ংওয়ানের নতুন ভবনে কাজ করার সময় ছয়তলা থেকে পড়ে নুরনবী (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকাল দশটায় এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ শীলাব্রত বড়ুয়া বলেন, হাসপাতালে নুরনবী নামে গুরুতর আহত এক শ্রমিককে আনা হয়। কতর্বব্যরত চিকিৎসক আকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, ইয়ংওয়ানের নির্মাণাধীন ভবনে কাজ করা সময় ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হন রাজমিস্ত্রী নুরনবী। আহতাবস্থায় নুরনবীকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ













