২৮ অক্টোবর ২০২৫

ইপিজেডে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় জাকিয়া চৌধুরী (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আত্মহত্যা করেছে।

বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে নেভি গেট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকিয়ার বাবার নাম এটিএম জোবায়ের চৌধুরী। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে নেভি গেট কলোনি এলাকার একটি বাসায় এক ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। আমরা পৌঁছানোর আগে কক্ষ ভেঙে নিহতের বাবা-মা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

আরও পড়ুন