২৪ অক্টোবর ২০২৫

ইপিজেডে মাদকবিরোধী অভিযানে ১৬৮ লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ১, জব্দ মাইক্রোবাস

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আকমল আলী বেড়িবাঁধের সুইচগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সবুজ মিয়া (৪৫)। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৬৮ লিটার বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়, যা তিনি আলী খাল পাড় এলাকা থেকে সংগ্রহ করে নগরের বিভিন্ন বারে চড়া দামে বিক্রি করতেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

ওসি আখতারউজ্জামান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন