২৯ অক্টোবর ২০২৫

ইপিজেডে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

বাংলাধারা ডেস্ক :::

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় সোহাগ সরদার (৩৭) নামে এক কথিত সাংবাদিককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তাঁর কাছ থেকে চাঁদাবাজির চার হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানা এলাকার আকমল আলী রোডের পকেট গেইটের খালপাড় থেকে তাকে আটক করা হয়।

আটক সোহাগ সরদার ঝালকাঠি জেলার সদর থানার রমজান কাঠি গ্রামের শাহজাহান মাস্টারের বাড়ির শাহজাহান সর্দারের পুত্র। বর্তমানে সে ইপিজেড থানা এলাকার নব্বই কলোনির বাসিন্দা।

স্থানীয়রা জানান, ‘দৈনিক সংবাদে আমরা’ নামক একটি ভুঁইফোড় অনলাইন পোর্টালের বিশেষ প্রতিনিধি পরিচয়ে সোহাগ সরদার বিভিন্ন ব্যবসায়ীদের হয়রানি করে আসছিল। লকডাউনে দোকান খোলা রাখলে তাঁকে চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বিভিন্ন হুমকি দিতো সে। একপর্যায়ে চাঁদা নিতে আসলে তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটকের বিষয়টি বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অপারেশন অফিসার (এসআই) সাজেদ কামাল বলেন, ‘পকেট গেইট থেকে চাঁদাবাজির টাকাসহ সোহাগ নামে এক কথিত সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাঁর কাছ থেকে চাঁদার চার হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এক ব্যবসায়ী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালের ৪ জুলাই পিরোজপুরের স্বরূপকাঠিতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয় সোহাগ সরদার। তখন সে নিজেকে ৭১ বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়েছিল

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন