৯ নভেম্বর ২০২৫

ইপিজেডে স্ত্রীকে হত্যা করে পিরোজপুর পালালো স্বামী, ধরে আনলো র‍্যাব

বাংলাধারা প্রতিবেদক

পারিবারিক কলহের জেরেই ইপিজেড থানা এলাকার পোশাককর্মী শিরিনা আক্তারকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করেছে তার স্বামী আলী আজগর আকন (৩৫)। সংসারের বিভিন্ন বিষয়ে প্রায়ই তাদের মধ্যে হতো কথা কাটাকাটি। আর এটিই হত্যার নেপথ্যের কারণ। গ্রেফতারের পর র‍্যাবের জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন ঘাতক আজগর আলী।

রবিবার (২৮ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ রাজপাশা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব ৮ ও র‍্যাব ৭ এর একটি টিম।

গ্রেফতার আলী আজগর আকন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামের মকবুল আকনের পুত্র। পেশায় তিনি একজন রিক্সা চালক।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘নিহত শিরিনা আক্তার একটি গার্মেন্টস এ চাকুরি করতেন। তার স্বামী আজগর আলী একজন রিক্সা চালক ছিলেন। তারা ইপিজেডের আকমল আলী রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া আর কথা কাটাকাটি হতো। গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শিরিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী আজগর আলী। এরপর সে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘পরদিন নিহতের মা বাদী হয়ে একটি মামলা  দায়ের করেন। মামলার একমাত্র আসামি আলী আজগর আকন গ্রেফতার এড়াতে হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রাম থেকে পালিয়ে পিরোজপুর আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা নজরধারীর মাধ্যমে আমরা জানতে পারি যে, আসামি বর্তমানে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ রাজপাশা এলাকায় জনৈক এসকেন্দার এর বাড়িতে অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এবং র‌্যাব-৮ এর যৌথ অভিযানে আসামি আলী আজগর আকনকে গ্রেফতার করি।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার স্ত্রীকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে শুক্রবার (২৬ আগস্ট‌) সকালে ইপিজেড থানার আকমল আলী রোড এলাকার ষাট কলোনির একটি ভাড়া ঘর থেকে শিরিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ