২ নভেম্বর ২০২৫

ইপিজেডে হাত-পা বেঁধে নারীকে খুন, নেপথ্যে ৩ জন, ধরা ১

বাংলাধারা প্রতিবেদক»

নগরের ইপিজেড এলাকার নিউমুরিংয়ে হাত-পা বাঁধা অবস্থায় শামীমা আক্তার (৫৫) নামে এক নারীকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ৩ জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তক্তারপুল এলাকার ফয়েজ বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়া ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা।

নিহত শামীমা আক্তার পটুয়াখালী জেলার বাউফল থানার মৃত জরিপ আলীর কন্যা। তিনি ইপিজেডের ওই ভাড়া ঘরে তার স্বামী জামাল উদ্দিনের সাথে থাকতেন। তার স্বামী রাঙ্গামাটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে উপ পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বাংলাধারাকে বলেন, ‘সকাল ১০টার দিকে নিজ ঘর থেকে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ আমরা উদ্ধার করি। ঘরের বাইরে থেকে ছিটকিনি দেয়া ছিল। হত্যাকাণ্ডটি ৩ জন মিলে ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি দুইজনকে আমরা গ্রেফতারের  চেষ্টা করছি।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ