বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ইপিজেড থানা থেকে এক কিশোরীকে অপহরণের ঘটনায় জড়িত এক যুবককে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহৃত ওই কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রেজাউল করিম (২৩) চন্দনাইশ উপজেলার জতরকুলের আলী আহম্মদের ছেলে।
সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় সম্পৃক্ত মো. কাউছার নামে আরো এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার তদন্ত শুরুর পর পুলিশ মো. কাউছারকে গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করেন। এরপর ঢাকার বাড্ডা এলাকা থেকে গতকাল সোমবার (৭ ডিসেম্বর) রেজাউলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া জানান, গত ১৯ অক্টোবর ইপিজেড থানার নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ছাত্রী সুমাইয়া জাহান নামে এক কিশোরীকে অপহরণ করে দুই যুবক। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আজ (৮ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এইচএফ













