২৬ অক্টোবর ২০২৫

ইমাম ও মুয়াজ্জিমদের আর্থিক সহায়তা দিলেন শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রামে করোনা সংক্রমণের শুরুর দিক থেকে নানাভাবে সহায়তা করে মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এবার তিনি তাঁর সংসদীয় আসন-৯ এর ১৫ টি ওয়ার্ডের ইমাম ও মুয়াজ্জিমদের ব্যক্তিগত ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

শনিবার (২৩ মে) শিক্ষা উপমন্ত্রী নওফেলের পক্ষে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, চলমান করোনা মহামারি আমাদের সকলের জন্য একটি অদৃশ্য যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে ঠিকে থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই। তাই আমাদের নিয়মিত স্বাস্থবিধি মেনে চলাচল করতে হবে।

পাশাপাশি এই মহামারী থেকে পরিত্রাণ পেতে সকল ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মের অনুশাসন অনুযায়ী আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে। পারস্পরিক সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তবেই আমরা এই মহামারি জয় করতে পারব।

এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মসদ ইলিয়াস, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সদস্য মোশরাফুল হক পাভেল , চান্দঁগাও থানার ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী শাহেদ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো: আরফাত হোসেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন