২৬ অক্টোবর ২০২৫

ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ, ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি »

ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সীমান্ত রক্ষী বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল হতে ২ লাখ ৪০হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মে) ভোর রাতে টেকনাফের হ্নীলার মোচনী ও নয়াপাড়া লবণের মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

নিহত মো. সাকের (২২) বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ/৬ এর বাসিন্দা খাইরুল আমিনের ছেলে।

লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ১৭ মে (রোববার) ভোরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার গোপন খবরে মোচনী ও নয়াপাড়া লবনের মাঠে কৌশলী অবস্থান নেন। কিছুক্ষণ পর উক্ত পয়েন্ট দিয়ে কয়েকজন লোক বস্তা নিয়ে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে মাদক কারবারী চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

‘তারপর ঘটনাস্থল তল্লাশী করে ২লাখ ৪০ হাজার ইয়াবা, ১টি ধারালো কিরিচ, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার পরিচয় সনাক্ত করা হয়।’

আহত বিজিবি জওয়ানদের চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন