১৭ ডিসেম্বর ২০২৫

ইয়াবাসহ টিকিটবিহীন ট্রেনযাত্রী আটক


বাংলাধারা প্রতিবেদন »

নগরীর রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ট্রেন থেকে ৮৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (৩ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম- রিমন (৩০)।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বাংলাধারাকে বলেন, তূর্ণা নিশীথায় টিকিট ছাড়া উঠেন ওই ব্যক্তি। সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮৭৫ পিস ইয়াবা পাওয়া যায়। জুয়েল নামে একজন এই ইয়াবাগুলো তার মাধ্যমে কিশোরগঞ্জে পাঠাচ্ছিল। বিনিময়ে তাকে ৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ