২৪ অক্টোবর ২০২৫

ইরানের অভিনেত্রী আলিদুস্তি জামিনে মুক্ত

বিনোদন ডেস্ক »

ইরানের শীর্ষ অভিনেত্রী তারানেহ আলিদুস্তি জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানের কারাগার থেকে বের হবার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীর কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

অভিনেত্রী আলিদুস্তির আইনজীবী জানিয়েছে, আলিদুস্তিকে ১৭ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। আজ তিনি জামিনে মুক্ত।

দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থার সমালোচনা করায় কয়েক সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করা হয়। ইনস্টাগ্রাম পোস্টের জেরে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরেই ইরানি চলচ্চিত্রে কাজ করছেন অভিনেত্রী আলিদুস্তি। ২০১৭ সালে অস্কারজয়ী ‘দ্য সেলসম্যান’ ছবিতে আলিদুস্তির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

আরও পড়ুন