১৫ জানুয়ারি ২০২৬

ইরানে ফের সামরিক হামলার হুমকি ট্রাম্পের

ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি ‘বড় সংকটে’ আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দেশটির বিরুদ্ধে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন। ওয়াশিংটনের বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শুক্রবার ট্রাম্প বলেন, ‘ইরান এখন বড় বিপদে আছে। আমার মনে হয়, জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি।’

ইরানি নেতাদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু করবেন না। কারণ, আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব।’

ট্রাম্প আরও বলেন, ‘অতীতের মতো তারা যদি আবারো মানুষ হত্যা শুরু করে, তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব।’

ট্রাম্প আরও বলেন, ‘এর মানে এ নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে। বরং এর অর্থ হলো, তাদের এমন সব স্পর্শকাতর জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে, যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ