আন্তর্জাতিক ডেস্ক »
দক্ষিণ ইরানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫ জন মারা গেছেন। শনিবার (২ জুলাই) ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
হরমোজোগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা প্রধান মেহেরদাদ হাসানজাদেহ বলেন, ‘ভূমিকম্পে ৫ জন মারা গেছেন। ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখন ঘর ভেঙে যাওয়া মানুষদের তাবুর ব্যবস্থা করছি এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।’
রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ছয় দশমিক এক মাত্রার কম্পন অনুভূত হয়। এটি ইরানের গালফের কাছাকাছি সায়েহ খোশ গ্রামে আঘাত হানে। প্রথমবারের ভূমিকম্পের পর অন্তত ১২টি ছোট খাট কম্পন অনুভূত হয়।
বন্দর লেগেহ’র গভর্নর ফোয়াদ মোরাদজাদেহ বলেন, প্রথম ভূমিকম্পেই মানুষ হতাহত হয়, তবে এর পরবর্তীতে আরও দুটি বড় ভূমিকম্পে কেউ হতাহত হয়নি। বেশিরভাগ মানুষ ঘর থেকে বেরিয়ে যাওয়ায় তারা কেউ হতাহত হননি।
ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, রাত ১টা ৩২ মিনিটের দিকে আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। হরমোজগান প্রদেশের বন্দর খামির শহরের কাছে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
প্রায় দু’ঘণ্টা পর রাত ৩ টা ২৪ মিনিটে হরমোজগান প্রদেশের সায়েহ খোশ গ্রামে পরবর্তী ভূমিকম্পটি আঘাত হানে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ভূমিকম্পের মাঝের দু ঘণ্টায় ৪ মাত্রার কয়েকটি ভূকম্পন হয়েছে।













