আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় তাঁর অফিসিয়াল নির্বাচনী প্রচারণা কমিটির সাংস্কৃতিক উপ-কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ মহসিনকে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোবারক ঘোনা এলাকার কৃতিসন্তান শেখ মহসিন দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর একজন সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত। দলীয় বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন ও আন্দোলনমুখী গান পরিবেশনের মাধ্যমে তিনি ইতোমধ্যে বিএনপিপন্থী সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আলাদা পরিচিতি অর্জন করেছেন।
শেখ মহসিনের গাওয়া দেশপ্রেম, গণতন্ত্র, অধিকার ও প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ বহু গান শ্রোতাদের হৃদয়ে গভীর সাড়া ফেলেছে। তাঁর কণ্ঠে উচ্চারিত গান রাজনৈতিক আন্দোলন ও সাংস্কৃতিক সংগ্রামে নতুন প্রেরণা জোগায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। নির্বাচনী প্রচারণায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও প্রাণবন্ত, সংগঠিত ও জনসম্পৃক্ত করতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতারা জানান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গণসংযোগ, পথসভা, গণসমাবেশ ও প্রচারণামূলক আয়োজনগুলোতে গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আবেগী ও মানবিক সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই উপ-কমিটি কাজ করবে। শেখ মহসিনের মতো একজন জনপ্রিয় শিল্পীর অন্তর্ভুক্তি এই প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে তাঁরা আশাবাদী।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শেখ মহসিন বলেন, “একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকতে পারা আমার জন্য গর্বের। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা-৬ আসনের নির্বাচনী প্রচারণায় সাংস্কৃতিক ভূমিকা শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের সক্রিয় সম্পৃক্ততা নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণ ভোটার ও সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে বার্তা পৌঁছাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
সব মিলিয়ে, কণ্ঠশিল্পী শেখ মহসিনের সাংস্কৃতিক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্তি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক মহল।
কমিটিতে শেখ মহসিন ছাড়াও আরও রয়েছেন বিশিষ্ট সংগঠক জসিম উদ্দিন খান খোকন, কাজী আনোয়ার হোসেন আনু, জাকির হোসেন, নিয়ামুল বাশার মনকা, ওবায়দুল্লাহ মাসুম, দ্বীন মোহাম্মদ দুলু, তারেক কবীর, মিন্টু আলম, মজিবুর রহমান, মাজেদুর মানিক, জুয়াইনা তাবাসসুম বৃষ্টি, নাহিদুল ইসলাম নাহিদ, এস এম পান্না, বিপুল আহমেদ, রোকেয়া হক রুকু, মাসুম ফরাজি, রিপন আহম্মেদ, ফরহাদ নিলু, ইয়াসিন মুন্না, আব্দুল আলীম প্রমুখ।













