বাংলাধারা প্রতিবেদন :::
ইসরাইলের হামলায় আহত ফিলিস্তিনিদের ওষুধ সহায়তায় এগিয়ে এলো ৬ বছরের শিশু রাফরিন মোনাফ মুক্তাকিন।
টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছেলেটি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মানুষকে নির্যাতনের ভয়াবহ চিত্র দেখতে পায়। দেখার পর তারও অন্য সবার মতো মন কেঁদে ওঠে।
ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে যখন ফিলিস্তিনের দূতাবাসে ওষুধ প্রদান করার ব্যাপারটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় তখন ৬ বছরের মুক্তাকিন তার ঈদের জমানো টাকা দিয়ে ওষুধ কিনে দেওয়ার জন্য মনস্থির করে। সেই প্রেক্ষিতে মুক্তাকিন বাবার সঙ্গে আসে তার জমানো টাকা দিয়ে কেনা ওষুধ নিয়ে জমা দিতে।
ফারাজ করিম চৌধুরী বলেন, ছোট্ট ছেলেটি আমাদের একটি বার্তা নিশ্চয় দিয়েছে। তা ছাড়া এ প্রজন্মের মনে এভাবে ভালোবাসার জন্ম নিচ্ছে বলে অনেকটা আনন্দিত। ইনশা’আল্লাহ্ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ফিলিস্তিন একদিন শত্রুমুক্ত হবে।
বাংলাধারা/এফএস/এআই