আন্তঃর্জাতিক ডেস্ক»
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে প্রথম বারের মত মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ইসরায়েল। চুক্তিটিকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরা মঙ্গলবার (৩১ মে) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কোনো আরব রাষ্ট্রের সঙ্গে এই প্রথম কোনো বড় চুক্তি সই করলো ইহুদি রাষ্ট্র ইজরায়েল। গত কয়েকমাসের আলোচনার ধারাবাহিকতায় মঙ্গলবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল-মারি ও ইসরায়েলের অর্থ ও শিল্প মন্ত্রী ওর্না বারবিভাই এ চুক্তি সই করেন।
ইউএই’র বাণিজ্যমন্ত্রী থানি আল-জাইউদি টুইটারে বলেছেন, এই চুক্তি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সমগ্র অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির এক নতুন যুগ আনবে।
ইজরায়েল কতৃক অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ক্রমশ বাড়তে থাকা সহিংসতার মধ্যেই ইহুদি রাষ্ট্রটির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করলো সংযুক্ত আরব আমিরাত।













