২৪ অক্টোবর ২০২৫

‘ইসলামিক বই বিক্রি নিষিদ্ধ’— এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মেলা কমিটির

বাংলাধারা প্রতিবেদক »

‘ইসলামিক বই বিক্রি নিষিদ্ধ’— এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা ২০২২ এর আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

সোমবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা পরিষদের এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, মেলায় প্রথম থেকেই মেলা কমিটির সিদ্ধান্ত ছিল যে, এই মেলায় কোন স্বাধীনতা বিরোধী বই প্রদর্শন বা বিক্রয় করা যাবে না। আরও উল্লেখ্য যে, জঙ্গিবাদকে উৎসাহিত করে এমন কোন বইও এই মেলায় প্রদর্শন বা বিক্রি করা যাবে না। এমতাবস্থায় আমরা লক্ষ করেছি একটি গোষ্ঠী এই মেলাকে নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে— ‘এখানে ইসলামিক বই বিক্রয় নিষিদ্ধ’। অথচ এই মেলাতে অনেক ইসলামি প্রকাশক স্টল বরাদ্দ নিয়েছেন এবং তাদের ইসলামিক বই অবাধে প্রদর্শন ও বিক্রয় করছেন।

মেলায় ইসলামি প্রকাশনার মধ্যে মেলা সম্পর্কে সাম্প্রতিক অপপ্রচারের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মেলায় বহু ধর্মীয় গ্রন্থ প্রদর্শিত ও বিক্রয় হচ্ছে। আঞ্জুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া প্রকাশনা, দ্বীন দুনিয়া প্রকাশনা, মাইজভান্ডারি প্রকাশনা, পাঞ্জেরি প্রকাশনা, সেলফীসহ অনেক ধর্মীয় পুস্তক প্রকাশনা এ মেলায় অংশ নিয়েছেন এবং তাদের স্টলে অবাধে বই প্রদর্শন ও বিক্রয় করছেন।

‘ইসলামিক বই বিক্রি নিষিদ্ধ’— এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন মেলা কমিটি।

আরও পড়ুন