মুফতি মুহাম্মদ নুরুন্নবী »
হিজরী বারো মাসের মধ্যে সেরা মাহে রমজান। ইসলামে এর চাইতে ঘটনাবহুল ও মহিমান্বিত মাস আর নেই। জেনে নিন কেন এই মাসটি এত গুরুত্বপুর্ণ।
- রমজানের ২৪ তারিখে কুরআন মাজিদ নাজিল হয়েছিল
 - রমজানের ৬ তারিখ তাওরাত নজিল হয়েছিল
 - রমজানের ১৩ তারিখে ইন্জিল নাজিল হয়েছিল
 - ইসলামের প্রথম যুদ্ধ ‘বদর যুদ্ধ’ সংঘঠিত হয়েছিল রমজান মাসে
 - রমজান মাসেই মহানবী মুহাম্মদ (সা:) মক্কা বিজয় করেছিলেন
 - পবিত্র কুরআনে রমজান ছাড়া অন্য কোন মাসের নামই উল্লেখ নেই
 - এই মাসে খুলে দেওয়া হয় জান্নাতের প্রসস্ত দড়জা গুলো
 - এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়
 - রমজান রহমত, বরকত ও মাগফেরাতের মাস
 - রমজান সাহরী, ইফতার ও তারাবির মাস
 - রমজান দোয়া, সদকা ও যাকাতের মাস
 - রমজানে ১ টি নফল অন্য সময়ের ফরজের সমতুল্য
 - রমজানে ১ টি ফরজ অন্য সময়ের ৭০ টি ফরজের সমতুল্য
 - এই মাসে ওমরা করা রাসূল (সাঃ ) এর সাথে হজ্ব করার সমতুল্য
 - এই মাসের ১টি রাত হাজার মাস থেকে উত্তম
 - রমজান গুনাহ থেকে মুক্তির মাস
 
বাংলাধারা/এফএস/এমআর
				












