বাংলাধারা প্রতিবেদক »
নগরের ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং স্টেশনের পাশে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারির অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। অগ্নিকাণ্ডের কারণসহ এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।













