২৪ অক্টোবর ২০২৫

ইস্তাম্বুলে হামলাকারী নারীর ছবি প্রকাশ করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক »

তুরস্কের অন্যতম জনপ্রিয় শহর ইস্তাম্বুলে ভয়াবহ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ জনের বেশি মানুষ। তুরস্ক জানিয়েছে, ভয়াবহ এই হামলার পেছনে রয়েছে এক নারী। তাকে গ্রেফতারের পর ছবি প্রকাশ করা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদুলু এজেন্সির

সোয়লু জানিয়েছেন, ইস্তাম্বুলের বিস্ফোরণের অন্যতম মূলচক্রী ওই নারী। তিনিই ইস্তিকলাল অ্যাভিনিউতে বোমাটি রেখেছিলেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইস্তিকলাল অ্যাভিনিউ মধ্য ইস্তানবুলের অন্যতম ব্যস্ত একটি রাস্তা। এশিয়া ও ইউরোপের সংযোগকারী শহর হিসেবে ইস্তাম্বুলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর।

এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রেসিডেন্ট এরদোয়ান দোষীদের খুঁজে বার করার নির্দেশ দিয়েছিলেন। সেই অভিযানে নেমেই অন্যতম মূলচক্রীকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্ক অভিযোগ করেছে সিরিয়া থেকে এই হামলার ছক কষা হয়েছে। ইন্ধন জুগিয়েছে পিকেকে।

এরদোয়ান বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে যে বিস্ফোরণে একজন মহিলার ভূমিকা ছিল। সমস্ত অপরাধীদের চিহ্নিত করা হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সন্ত্রাসবাদের মাধ্যমে তুরস্ক এবং তুর্কি জাতির নিয়ন্ত্রণ দখল করার প্রচেষ্টা সফল হবে না।’

আরও পড়ুন