৮ ডিসেম্বর ২০২৫

ইয়াবা আত্মসাৎ করায় সীতাকুণ্ড থানার এসআই, কনস্টেবল প্রত্যাহার

বাংলাধারা প্রতিবেদন »

উদ্ধার করা ইয়াবা আত্মসাৎ এবং আটক মাদক পাচারকারীকে ছেড়ে দেয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার এক উপপরিদর্শক (এসআই) এবং এক কনস্টেবলকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

অভিযুক্ত দুই পুলিশ সদস্যের নামই সাইফুল ইসলাম বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জড়িত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

সূত্র জানায়, সম্প্রতি সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছিলেন এসআই সাইফুল। পরে ইয়াবা রেখে ওই পাচারকারীকে ছেড়ে দেন তিনি। সেই সাথে উদ্ধার করা ইয়াবাও থানায় জমা দেননি।

বিষয়টি পুলিশ বিভাগে জানাজানি হলে বৃহস্পতিবার এসআই সাইফুল এবং কনস্টেবল সাইফুলকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন