৩০ অক্টোবর ২০২৫

ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের রামু উপজেলার কলঘরে অভিযান চালিয়ে ৫ হাজার ৪শ ৬০ পিস ইয়াবা ও মাদক বিকিকিনির ৫ লাখ ৬৬ হাজার ৬শ নগদ টাকাসহ জসিম উদ্দিন নামের এক চিহ্নিত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি একাধিক মামলার পালাতক আসামীও। সোমবার (৭ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে চাকমারকুলের ১নং ওয়ার্ডের আলী হোসেন সিকদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন (৩৮) চাকমারকুল আলী হোসেন সিকদার পাড়া এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জসিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জসিমের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তার বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির ৫ লাখ ৬৬ হাজার ৬শ নগদ টাকা ও ৫ হাজার ৪শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি আরো জানান, জসিমের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে গ্রেফতারকৃত জসিম নিজেই স্বীকার করেছেন। আজকের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি ডিবি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন