২৮ অক্টোবর ২০২৫

ইয়াবা গণনা করা সেই আশিষ নাথ বহিষ্কার

বাংলাধারা প্রতিবেদন »

আনোয়ারায় আওয়ামী লীগ নেতা আশিষ নাথের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকের সই করা একটি চিঠিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু আশিষ নাথের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিতে তাকে মাদক সেবন ও মাদক সামনে নিয়ে বসে থাকতে দেখা যায়। ছবিটি উপজেলার বিভিন্ন মানুষের ফেসবুক আইডিতে শেয়ার হলে ফেসবুকে নানা মন্তব্যে আর সমালোচনার ঝড় ওঠে। পরে ভূমিমন্ত্রীর নির্দেশে তাকে দল থকে বহিস্কার করা হয়।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক বলেন, ‘সংগঠনের আর্দশ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গঠনতন্ত্রের ৪৭ (ঞ) ধারা অনুযায়ী চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আশিষ নাথকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী বলেন,’দলের একজন ইউনিয়নের সেক্রেটারির মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় এলাকার দলীয় নেতা-কর্মীরা বিব্রত বোধ করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আশিষ নাথকে চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

এদিকে কক্সবাজার জেলার টেকনাফের পর চট্টগ্রামে ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় আনোয়ারা। সমুদ্র পথে মিয়ানমার থেকে সরাসরি ইয়াবা এনে আনোয়ারা হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। র‍্যাব, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা ইয়াবার একাধিক চালানও উদ্ধার করে আনোয়ারার বিভিন্ন এলাকা থেকে। তবে আগ থেকেই আওয়ামী লীগ নেতা আশিষ নাথের বিরুদ্ধে ইয়াবা সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রেখেছে বলে বিশ্বাস্থ সূত্র জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন