১০ নভেম্বর ২০২৫

ইয়াবা নিতে এসে টেকনাফের পাহাড়ে লক্ষ্মীপুরের যুবক খুন

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কক্সবাজার প্রতিনিধি »

ইয়াবা নিতে সঙ্গী সহ কক্সবাজারের টেকনাফে এসেছিলেন লক্ষ্মীপুরের দুই যুবক। সেখানে ইয়াবা কারবারীদের সাথে বাকবিতণ্ডায় খুন হয়েছেন ইয়াবার জন্য আসা লক্ষ্মীপুরে দু’জনের একজন সুমন নামে এক যুবক। এসময় প্রহারে আহত হয়েছেন সাথে থাকা অপর যুবক। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলার মরিচ্যা ঘোনা পাহাড়ি এলাকায় ঘটা এ ঘটনায় হুমায়ুন রশিদ সুমনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।

নিহত হুমায়ুন রশিদ সুমন(৩৪) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাফিজ উল্লাহ এবং আহত মো. জহিরুল ইসলাম (৩৮) একই উপজেলার হাসেমদি গ্রামের এজুমিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ সূত্র জানায়, লক্ষ্মীপুর থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আসা সুমন ও জহির পর্যটক হিসেবে কক্সবাজারের একটি হোটেলে উঠে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকায় এলে হ্নীলা মরিচাঘোনা এলাকার ইব্রাহিম ও রাসেল তাদেরকে (লক্ষ্মীপুরের দু যুবককে) মরিচ্যাঘোনাস্থ নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর তাদের সাথে ইয়াবার লেনদেনকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। পরে লক্ষ্মীপুর দুই যুবককে তারা পাহাড়ে নিয়ে বেধড়ক পেটালে হুমায়ুন রশিদ সুমন মারা যায়। এ ঘটনায় অন্যজনকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবরটি পেয়ে হ্নীলা মরিচ্যাঘোনা পাহাড়ি এলাকা থেকে যুবকের মরদেহ ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত যুবক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন ওসি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে আসা সকলকে নজরদারিতে রাখা সম্ভব হয় না। সেই সুযোগটায় নিচ্ছে মাদক কারবারিরা। পর্যটক বেশে এসে মাদক নিয়ে অনেকে অন্যত্র চলে যাচ্ছে। আবার বনিবনা না হওয়া খুনও হচ্ছেন, এটা দুঃখজনক। এসব নিয়ন্ত্রণে সমাজ ও পরিবারের সকলের উচিত শৃঙ্খলাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা।

আরও পড়ুন