কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব ফরাজীপাড়া গ্রামে ডজনাধিক বসতবাড়ী আগুনে ভস্মীভূত হয়ে গেছে।
রোববার (৮ মে) বিকাল তিনটার দিকে জালালাবাদ ফরাজীপাড়া সড়কের মনজুর মৌলভীর দোকান পয়েন্টের দক্ষিণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র মিলিয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে— এমনটি ধারণা স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম ও স্থানীয়দের। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে কোন সঠিক তথ্য এখনো মিলেনি। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নীচে বাস করছেন।
আগুনে স্থানীয় মৃত আবদুল গনির ছেলে কবির আহমদ, মৃত আবু শামার ছেলে আবুবকর, শামশুল আলমের ছেলে সাইফুল ইসলাম, কবির আহমদের ছেলে নুরুল হুদা এবং মৃত আবদুছ ছোবহানের ছেলে আলী আহমদের বাড়ীসহ আরো তিনটি বাড়ি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়েছে। আংশিকভাবে ভস্মীভূত হয়েছে বিধবা জোছনা আক্তার এবং নজির আহমদের ছেলে শাহজাহানের বাড়ী।
আংশিক ক্ষতির মুখে পড়েছে নয়াদিগন্ত পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি আতিকুর রহমান মানিকের বাড়িও। তিনি জানান, আগুন লাগার পর বাতাসের বেগে আগুনের লেলিহান শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এতে মাত্র কয়েক মিনিটেই বাড়ীগুলো আগুনে ভস্মীভূত হয়। স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনার কিছু সময়ের মধ্যেই রামু থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে এবং আগুন নেভানোর কাজ শুরু করে।
রামু দমকল বাহিনীর স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, যাতায়ত পথ সরু হওয়ায় আগুন নির্বাপনে ভোগান্তি পোহাতে হয়েছে। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণ হয়। ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক পৌনে কোটি টাকার মত হবে।













