কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল আলম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে অকস্মাৎ মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্র জানায়, ফরিদুল আলম দীর্ঘদিন ধরে নানা রোগে অসুস্থ ছিলেন। মঙ্গলবার হঠাৎ বুকের ব্যথা বেড়ে গেলে প্রথমে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অকস্মাৎ মৃত্যু বরণ করেন বলে জানান তার ভাতিজা লুৎফুর রহমান।
মরহুম ফরিদুল আলম ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন সময়ে ইউনিয়নের ব্যাপক উন্নয়নে মনোনিবেশ করেন তিনি। এসময় তিনি তৎকালীন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের অকস্মাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সহসভাপতি সায়ীদ আলমগীরসহ নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।













