২৩ অক্টোবর ২০২৫

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু, অনলাইনে মিলবে টিকিট

আসন্ন ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবার টিকিট বিক্রির পুরো প্রক্রিয়াই পরিচালিত হচ্ছে অনলাইনে।

রেলওয়ে সূত্র জানায়, আজ শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। আজ বিক্রি হচ্ছে ৩ জুনের ট্রেনের টিকিট।

এবার ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে মোট ৩৩ হাজার ৩১৫টি আসনের টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ও দুপুরে ধাপে ধাপে বিভিন্ন দিনের টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে।

২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। ওইদিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। ২২ মে ১ জুনের টিকিট বিক্রি করা হয়েছে।  রোববার (২৫ মে) পাওয়া যাবে ৪ জুনের টিকিট। এ ছাড়া ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে ও ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে সাত দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে বিশেষ ব্যবস্থায়। প্রতিটি জাতীয় পরিচয়পত্রধারী যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই সময়কালের টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না।

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কেনায় যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি মিললেও, চাহিদা অনুযায়ী টিকিট প্রাপ্তি এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এজন্য নির্ধারিত সময়ে ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এআরই/বাংলাধারা

 

 

আরও পড়ুন