২৮ অক্টোবর ২০২৫

ঈদের আগেই এসএসসি’র ফলাফল দিতে চায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাস প্রতিরোধে ছয় দফা সাধারণ ছুটি বৃদ্ধিতে স্থগিত হয়ে পড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেই সাথে অনিশ্চিয়তা দেখা দেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ নিয়েও। কিন্তু ঈদের আগে এসএসসি’র ফলাফল ঘোষণা করতে সব ধরণের প্রস্তুতি রাখার পথেই হাটছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। 

সূত্র জানায়, মে মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে ফলাফল প্রকাশের কথা ‘মাথায়’ রেখে চলছে প্রস্তুতি। শিক্ষাবোর্ডে খোলা রাখা হয়েছে ফলাফল তৈরির সঙ্গে সংশ্লিষ্ট সকল অফিস।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেন, আমরা চাইছি ঈদের আগেই যাতে ফলাফল দিতে পারি। আমাদের সব প্রস্তুতি শেষ হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারিখ ঠিক করে দিবেন। আমরা তখনই ফলাফল পাবলিশ করবো। সেটা আমাদের প্রস্তুতির উপর নির্ভর করছে। আমাদের ফলাফলের কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়ে গেছে। বাকি কাজ দ্রুত শেষ করে ঈদের আগে ফলাফল দিয়ে দিতে পারব বলে আশা রাখি।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রায় দেড় লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮০৫ জন এবং ছাত্রী ৭৮ হাজার ২৮৫ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন