২৬ অক্টোবর ২০২৫

ঈদের আগে রিয়াজউদ্দিন বাজার-টেরিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাস প্রতিরোধে ঈদের আগে নগরীর রিয়াজউদ্দিন বাজার ও টেরিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা।

শনিবার (৯ মে) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে নগরীর এই বৃহত্তম পাইকারি কাপড়ের বিপণিকেন্দ্রের ব্যবসায়ী নেতারা এ সিদ্ধান্ত নেন।

সভায় নগরীর রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, তামাকুন্ডি লেন, জহুর মার্কেট এর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি সহ অধিকাংশ ব্যবসায়ী সমিতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত দোকানপাট, মার্কেট, শপিং কমপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বন্ধকালীন নগরের সব বাজার ও বিপণিকেন্দ্রের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন। সভায় ব্যবসায়ী নেতারা জাকাতের কাপড় পাইকারি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হোম ডেলিভারি চালু রাখা এবং ফুটপাতে ঈদ বাজার বন্ধের দাবি জানান।

সভায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরী এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় যেহেতু প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই জন্য সভায় নগরের রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, তামাকুমণ্ডি লেন, জহুর মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতিসহ অধিকাংশ ব্যবসায়ী সমিতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত দোকানপাট, মার্কেট, শপিং কমপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিএমপি কমিশনার বলেন, যেসব শপিংমল, মার্কেট খোলা থাকবে সেখানে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিধি না মানলে সঙ্গে সঙ্গে ওই মার্কেট, শপিংমল বন্ধ করে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকান্ড চালু করার সুবিধার্থে শপিং মল, মার্কেট সমূহের জন্য স্বাস্থ্য অধিদফতরের ১১টি কারিগরি নির্দেশনা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৬টি নির্দেশনা মানার পরামর্শ দেন সিএমপি কমিশনার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দসহ নগরীর রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, টেরিবাজার, জহুর মার্কেট, সানমার ওশান সিটি, ইউনেস্কো টাওয়ার, আমিন সেন্টারসহ বিভিন্ন দোকান মালিকও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন