ঈদের ছুটি শুরুর আগেই তথ্য ১০ থেকে ২০ এপ্রিলের মধ্যে শিল্প-কারখানার শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য পাওনাদি পরিশোধ করার আশ্বাস দিয়েছে কারখানা মালিকরা।
বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রাম বিজিএমইএ ভবন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় কারখানা মালিকপক্ষ এই প্রতিশ্রুতি দেন।
সভায় কারখানা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস ও ঈদের ছুটি পাওয়ার ক্ষেত্রে সহযোগী ও দায়িত্বশীল মনোভাব প্রদর্শনের আহ্বান জানান শিল্প পুলিশের পুলিশ সুপার, বিজিএমইএ, বিকেএমইএ’র নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বিজিএমইএ, বিকেএমইএ’র পরিচালক গাজী মো. শহীদুল্লাহ, বেপজা সিইপিজেড কেইপিজেড, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিভিন্ন শিল্প-কারখানার মালিক/মালিক প্রতিনিধিসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি













