পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী ট্রেনযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ আবারও বাড়তে থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের ছুটির পর ট্রেনে যাত্রীচাপ বাড়বে। সেই পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে যাত্রীদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা এবং সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২০ সালের শুরুতে দেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর সংক্রমণের কয়েকটি ঢেউয়ে দেশের স্বাস্থ্যখাত চাপে পড়ে। তখন সরকার মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম এড়ানোর মতো নানা কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব বিধিনিষেধ শিথিল করা হয়।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্যমতে, দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণ কিছুটা বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঈদ উপলক্ষে দেশজুড়ে ভ্রমণ ও বড় আকারের জনসমাগমের কারণে সংক্রমণের আশঙ্কা রয়েছে।
এই বাস্তবতায় রেলপথ মন্ত্রণালয় ট্রেনযাত্রীদের মাঝে সচেতনতা তৈরি ও স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়েছে, যাতে ঈদের আনন্দের মাঝে কেউ অসুস্থ না হন এবং সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
এআরই/বাংলাধারা