বাংলাধারা ডেস্ক »
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় অনুষ্ঠিত হবে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জেবি এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন’র ঈদ কোলাকুলি অনুষ্ঠান।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত জে বি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঈদের তৃতীয় দিন আয়োজিত এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আয়োজিত ইফতার মাহফিল জে বি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মানারাথ চৌধুরী বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সদস্য সচিব শাকিল শাহাব। আরও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হায়দায় চৌধুরী, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম নেওয়াজ চৌধুরী, আরমানুল হক চৌধুরী হৃদয়, মেহেদী হাসানসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় ঈদ কোলাকুলি অনুষ্ঠানের জন্য বিভিন্ন উপকমিটির অনুমোদন দেন এসোসিয়েশন আহ্বায়ক মানারাথ চৌধুরী বাবু এবং সদস্য সচিব শাকিল শাহাব।
জে বি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু বলেন, আমরা এসোসিয়েশনের উদ্যোগে একটি ইফতার মাহফিল আয়োজন করেছি। ঈদের তৃতীয় দিন আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা ঈদ কোলাকুলি অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।