২ নভেম্বর ২০২৫

ঈদের সকালে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর , দগ্ধ বাবা-মেয়ে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। রায়পুর ইউনিয়নে পবিত্র কুরবানির ঈদের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় জানে আলম নামের এক ব্যক্তির বসতঘর। আগুনে দগ্ধ হন জানে আলম নিজে ও তার কন্যা, বর্তমানে তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সকালে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ