২৮ অক্টোবর ২০২৫

ঈদে আসছে কবি মুসার কথায় ও ক্লোজআপ ওয়ান তারকা সালমার কণ্ঠে নতুন গান

বাংলাধারা বিনোদন »

বাংলাদেশের জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা সালমা এবার কণ্ঠ দিলেন কবি ও গীতিকার মুসা’র ‘বন্ধুরে তুই পরান পাখি’ শিরোনামে একটি গানে।

গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন ফোক মাল্টিমিডিয়ার ব্যানারে এস. রুহুল এবং মিউজিক ভিডিও’র পরিচালক ছিলেন তরুণ প্রজন্মের মেধাবী নির্মাতা শুভ শীল।

ইতোমধ্যে ‘বন্ধুরে তুই পরান পাখি তোরে ছাড়া বাঁচিনা’ কথামালায় এস. রুহুলের মিউজিক ও সুরে গানের শুটিং শেষ করেছেন নির্মাতা শুভ শীল।

জানা যায়, গানটি পবিত্র ঈদুল আযহায় বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে।

কবি মুসার লেখা গানটির সম্পর্কে কণ্ঠ শিল্পি সালমা বলেন, আমি আমার লাইফে অনেক গানে কণ্ঠ দিয়েছি। এবারও একটি নতুন গানে কণ্ঠ দিলাম। তাও আবার একজন বরেণ্য গীতিকারের লেখায় একটি গান। গানটি অনেক চমৎকার। আশা করছি গানটি রিলিজ হওয়ার পর শ্রোতা ও দর্শকদের মাঝে সাড়া জাগাবে।

গানটির মিউজিক ও সুরকার এস রুহুল আমিন বলেন, কবি মুসা’র লেখা লিরিক্সগুলো অসাধারণ। আমি অনেক যত্ন সহকারে এটির সুর ও সংগীতের কাজ করেছি। আমি আশা করছি সংগীত প্রেমীদের মনে গানটি দাগ কাটবে। তিনি আরও বলেন, গানের প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যাবে। গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণেও গানের কথাকে গুরুত্ব দেয়া হয়েছে।

গানটির মিউজিক ভিডিও’র পরিচালক শুভ শীল বলেন, ‘সবাই খুবই ভালো করেছে, আশা করি দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন। দর্শকরা গানটি উপভোগ করে খুশি হলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।;

কবি ও গীতিকার মুহাম্মদ মুসা বলেন ‘প্রথমত আমি গাইবো বলে গান লিখি, আমার বোধশক্তি আমাকে লেখায়। কোনো এক অদ্ভুত অনুভূতি আমার মধ্যে কাজ করে, যা আমাকে লেখার জন্য তাড়িয়ে বেড়ায়। আমার অভূতপূর্ব দৃষ্টিভঙ্গি আমার চিন্তার শক্তিতে রূপান্তরিত হয়ে আমাকে লেখায়। আমার কষ্ট আমাকে লেখায়। আমার আবেগ আমাকে লেখায়। আমার আঘাতে আঘাতে আনন্দ অশ্রুর ক্ষতবিক্ষত মন আমাকে লেখায়। জীবনবোধের রক্তক্ষরণ হয়ে আমাকে লেখায় কখনো নিঃসঙ্গতার আনন্দ-বিরহ, আধ্যাত্মিকতা ধারণ করে আমাকে লেখায়। গানের সাফল্য ব্যর্থতা আমার কাছে মূখ্য নয়, কোন ঐশ্বরিক আমাকে চিত্তাকর্ষক করে করে তোলে না। গান যদি আমার মনস্তত্বের হৃদয়ের অতল তল স্পর্শ করে আমার মনের প্রশান্তি এনে দেয় তাতে আমি সার্থক আনন্দদায়ক।’

কবি ও গীতিকার মুহাম্মদ মুসা”র বেশ কিছু গান ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের গানের মধ্যে বাংলাদেশের সেরা দশটি গানের মধ্যে তার গান গুলো স্থান পেয়েছে” হৃদয়ে বাংলাদেশ “একুশ আমার রণতূর্য ” বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ,”মাটির মানুষ শুন্যে থাকে” তুমি আমার পদ্মপাতার জল ” মা ছাড়া কেউ ভবে” প্রেমের কাঙাল” ব্যাপক সাডা পেলেছে। দেশের জনপ্রিয় গুণী শিল্পীরা তার গানে রেখেছেন অনবদ্য সাক্ষর।

বাংলাধারা/এআই

আরও পড়ুন