১৬ ডিসেম্বর ২০২৫

ঈদে আসছে নিশো-তিশার ‘তাকে ভালোবাসা বলে’

বাংলাধারা বিনোদন  »

ঈদে আসছে মিজানুর রহমান আরিয়ানের বিশেষ নাটক ‘তাকে ভালোবাসা বলে’।  নাটকের প্রধান দুই পাত্র-পাত্রী আফরান নিশো ও তানজিন তিশা।

আরিয়ান জানান, এটি মূলত দুজন মানুষের একটা মজার জার্নি। যেখানে শুধু প্রেম রয়েছে, তা নয়। তার চেয়ে বেশি রয়েছে বন্ধুত্ব।

পরিচালক বলেন, ‘এটাকে রোমান্টিক গল্প বলা ঠিক হবে না। একেবারে অপরিচিত দুজন মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় ও বন্ধুত্বের গল্প। এর মধ্যে প্রেম নামের অস্পষ্ট একটা বিষয় তৈরি হয়, যা অনুভব করতে হলে নাটকটি দেখতে হবে।’ 

‘তাকে ভালোবাসা বলে’ গল্পটি লিখেছেন জোবায়েদ আহসান। এটি সিএমভির ইউটিউবে উন্মুক্ত হবে ঈদ আয়োজনে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ