২৩ অক্টোবর ২০২৫

ঈদে ওটিটিতে অপূর্ব-ফারিণের রোমান্স, প্রকাশ পেল ‘মায়া মায়া লাগে’

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহের পাশাপাশি জমতে চলেছে ওটিটিও। এবার দর্শকদের জন্য রোমান্সে ভরপুর একটি বিশেষ ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই তারকা তাসনিয়া ফারিণ ও জিয়াউল ফারুক অপূর্ব।

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিণ। সম্প্রতি ফিল্মটির রোমান্টিক গান ‘মায়া মায়া লাগে’ প্রকাশ পেয়েছে, যা দ্রুতই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

দিন তিনেক আগে প্রকাশিত ট্রেলারে গানটির ঝলক দেখা গিয়েছিল, যা থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এরপর শুক্রবার রাতে বঙ্গো’র ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়।

আকাশ সেনের সুরে ও আসিফ ইকবালের কথায় ‘মায়া মায়া লাগে’ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী বালাম ও ন্যান্সি। দীর্ঘ এক যুগ পর সিনেমার গানে ফিরলেন এই জুটি, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

অপূর্ব-ফারিণ ছাড়াও ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল ও জিয়াউল পলাশ। এই ঈদে অপূর্ব-ফারিণের রোমান্স কি দর্শকদের মন জয় করতে পারবে? সেটিই দেখার অপেক্ষা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন