ঈদ এলেই জমে ওঠে কেনাকাটার উৎসব, আর সেই সুযোগে মাথাচাড়া দিয়ে ওঠে গণপরিবহন সিন্ডিকেট। বকশিসের নামে চলে নিরব চাঁদাবাজি, যার শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। নগরীর নিউমার্কেট এলাকা থেকে অলংকার, হালিশহর, জিইসি রুটসহ প্রায় সবকটি সড়কেই দেখা যাচ্ছে একই চিত্র—গলাকাটা ভাড়া আদায়, প্রতিবাদ করলে যাত্রীদের নামিয়ে দেওয়া।
নগরীর নিউমার্কেট মোড় থেকে অলংকারগামী লেগুনার ভাড়া সাধারণত ২৫ টাকা হলেও ঈদ উপলক্ষে তা দাঁড়িয়েছে ৩০ টাকায়! এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এবং মাঝপথে ওঠানামা ভাড়াও ৩০টাকা।
অলংকারগামী এক যাত্রী ইফরানুল ফাহাদ বলেন, “নিউমার্কেট থেকে লেগুনায় ওঠার পর চালক জানায়, ওঠানামার ভাড়া ৩০ টাকা। আমি প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি নামিয়ে দেওয়ার হুমকিও দেয়।” শুধু তিনিই নন, এমন অভিযোগ করেছেন আরও বহু যাত্রী।
একই অবস্থা নগরীর অন্যান্য রুটেও।হালিশহর, জিইসি, অলংকার, বহদ্দারহাট রুটের গণপরিবহনেও চলছে বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিযোগিতা। অভিযোগ রয়েছে, পরিবহন শ্রমিকদের একটি শক্তিশালী সিন্ডিকেট এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছে। কেউ অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তারা গাড়ি বন্ধ করে দেয়, ফলে যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের নাকের ডগায় এভাবে গণপরিবহনে চাঁদাবাজি চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার বদলে নগরবাসীকে দিতে হচ্ছে বাড়তি ভাড়া, যা অনেকের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসে এবং যাত্রী হয়রানি বন্ধ হয়।
এআরই/বাংলাধারা













