ঈদের ব্যস্ততা কাটিয়ে অনেকেই আজ একটু প্রশান্তির আশায় বেড়াতে বের হয়েছেন। অনেকে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় উপভোগ করতে লোহাগাড়ার জনপ্রিয় পর্যটন স্পট চাম্বি লেকে এসেছেন।
লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন ও পাশ্ববর্তী উপজেলা এবং শহর থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা এবং বাস নিয়ে আসা পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে লেকের চারপাশ।
শনিবার (১ জুলাই ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের চাম্বি লেক ঘুরে এমন চিত্র দেখা যায়। নৌকা ও স্পিডবোট নিয়ে পুরো লেক ঘুরে বেড়েতে দেখা যায় পর্যটকদের৷
সকাল থেকে আনাগোনা কিছুটা কম থাকলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই ঢল নামে পর্যটকদের। একই সঙ্গে শিশু-কিশোরদের ভিড়ও চোখে পড়ার মতো। কেউ খেলছে, কেউ ছবি তুলছে, কেউবা ছোটাছুটিতে ব্যস্ত। আবার কেউ গাছের নিচে একটু ছায়াতলে বসে খোশ-গল্পে মেতে ওঠেন।
সাতকানিয়া থেকে ঘুরতে আসা মো. আনিছুর রহমান জানান, ঈদের ছুটিতে প্রকৃতির মাঝে পরিবার-পরিজন নিয়ে আসতে পেরে খুশি। স্পিডবোট নিয়ে গোটা লেক ঘুরে দেখে মন ভরে গেল।
ডুবাই প্রবাসী মোজাম্মেল হোসেন জানান, তিন বন্ধুকে নিয়ে চাম্বি লেকে বেড়াতে এসে ভাল লাগলো। নৌকা-স্পিডবোটে ভ্রমণ করেছি। সত্যি বলতে লেকটি খুব সুন্দর।
চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহাবুবর রহমান চৌধুরী বাংলাধারাকে বলেন, ঈদের পরের দিন থেকে লেকে ভ্রমণপিপাসুদের পদচারণা বেড়েছে। পর্যটকদের ভ্রমণে সব ধরণে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেছি আমরা।
তিনি আরো বলেন লেকের মাঝখানে আছে মায়া দ্বীপ, সেখানে যাওয়ার জন্য রয়েছে ড্রামভেলা। পাহাড়ের টিলায় আছে তিনটিাগোলঘর; সেখান থেকে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। রয়েছে রেস্টুরেন্ট। তবে এখনও রাতযাপনের ব্যবস্থা নেই।
চাম্বি লেকে যা দেখবেন:
লেকটিতে রয়েছে ৩টি কৃত্রিম পানির ফোয়ারা, ৫টি বিভিন্ন পাখির ভাস্কর্য, ৫টি প্রাণির ভাস্কর্য, ১টি জীবন্ত লজ্জাবতী বানর, খাঁচায় বন্দী আছে ৩টি বানর, একটি স্পিডবোট, ২টি প্যাডেল বোট, ১টি লাইফ বোট ও ৪টি সাধারণ নৌকা। পাশাপাশি রয়েছে ফ্যামিলি ট্রেন, পর্যটকদের জন্য চালু করা হয়েছে ‘শুধু আমরাই’ রেস্টুরেন্ট।
লেকের মাঝখানে আছে মায়া দ্বীপ। যেখানে যাওয়ার জন্য রয়েছে ড্রাম দিয়ে তৈরি ভেলা। পাহাড়ের টিলায় তিনটি গোলঘর রয়েছে; যেখান থেকে পুরো পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য এক পলকে উপভোগ করা যায়।
যেভাবে যাবেন চাম্বি লেকে
দেশের যেকোনো জেলা বা শহর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি শাহ সাহেব গেটে নেমে পড়তে হবে। সেখান থেকে ইসহাক মিয়া সড়ক ধরে ৭-৮ কিলোমিটার গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই খুঁজে পাবেন চাম্বি লেক। এছাড়া লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন থেকে ডিসি সড়ক হয়েও যেতে পারেন চাম্বি লেকে।













