২৩ অক্টোবর ২০২৫

ঈদে বিটিভি চট্টগ্রামে বিশেষ নাটক ‘চাটগাঁইয়া চাবিওয়ালা’

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র আয়োজন করেছে বিশেষ একক নাটক ‘চাটগাঁইয়া চাবিওয়ালা’। ব্যতিক্রমধর্মী এই নাটকটির গল্প রচনা করেছেন কথাসাহিত্যিক ও উপস্থাপক ইকবাল খন্দকার এবং পরিচালনা করেছেন উম্মে হাবিবা দীনা।

নাটকটি নির্মিত হয়েছে এক চাবিওয়ালাকে ঘিরে, যার অসাধারণ দক্ষতার কথা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তবে গল্প মোড় নেয় অন্যদিকে, যখন তার এই দক্ষতা কাজে লাগাতে চায় এক দুর্ধর্ষ ডাকাত সর্দার। চাবিওয়ালার সামনে আসে ভয়ংকর এক প্রস্তাব, আর নাটকটি শেষ হয় টানটান উত্তেজনাপূর্ণ এক চমকপ্রদ দৃশ্যে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমি, ফাইয়াজ ওয়াহিদ, ফোরকান, মো. সেলিম, ইন্দ্রজিৎ, এসবি খান, সীমান্ত, ধীমান, তানভীর, নাজমুল, ইমরান ও রাসেলসহ চট্টগ্রামের স্থানীয় একঝাঁক অভিনয়শিল্পী।

নাটকটি নিয়ে লেখক ইকবাল খন্দকার বলেন, “এই নাটকের গল্পটি একেবারেই ভিন্নধর্মী। প্রচলিত ধারার বাইরে গিয়ে আমরা চেষ্টা করেছি নতুন কিছু উপহার দিতে। আর একটি বিশেষ দিক হলো, পুরো নাটকে চট্টগ্রামের খাঁটি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের কাছে আলাদা অভিজ্ঞতা হবে।”

‘চাটগাঁইয়া চাবিওয়ালা’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ২০ মিনিটে, শুধুমাত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন