সন্দ্বীপ ইউনিক সোসাইটির উদ্যোগে একটি মহতী উদ্যোগের সফল বাস্তবায়ন করা হয়েছে। আজ সকাল ১০টায় দ্বীপ উপজেলা সন্দ্বীপের কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্বাবলম্বী প্রজেক্ট হস্তান্তর, শিক্ষা বৃত্তি ও ইদবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সন্দ্বীপের নয়টি পরিবারের বেকার এবং আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, ব্যবসায়িক পণ্য (শুটকি মাছ) ও ছয় সেট ছাগল প্রদান করা হয়।

এছাড়া দক্ষিণ সন্দ্বীপের দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার মোট ২৫ জন শিক্ষার্থীকে ২০০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি, ইদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ১০ জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাঞ্জাবি এবং ২৬ জন শিক্ষার্থীকে ইদের নতুন জামা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ইউনিক সোসাইটির সদস্যরা। সন্দ্বীপ ইউনিক সোসাইটির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় উপদেষ্টা জনাব ডাক্তার সানাউল্লাহ শামীম, উপদেষ্টা জনাব সালাউদ্দিন রাজু, উপদেষ্টা জনাব মোহাম্মদ আনোয়ার সাইফুল, শুভাকাঙ্ক্ষী কাজী এস আহাসান, কাজী আলতাফ হোসেন, কাজী আক্তারসহ দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদের, যাঁরা সার্বিকভাবে এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন।
সন্দ্বীপ ইউনিক সোসাইটির এই মানবিক উদ্যোগ সন্দ্বীপের অসহায় মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করা হয়েছে।
এআরই/বাংলাধারা