মিরসরাই প্রতিনিধি »
করোনা মহামারি এবং ঈদুল ফিতর উভয়ের সমন্বয়ে হবে ঈদ আনন্দ। হয়তো আনন্দের চেয়ে বিষাদ ঘনঘটা বেশি থাকবে, কেননা একদিকে করোনার প্রকোশ অন্যদিক অসহায় পরিবার গুলো বরাবরই কর্মহীন।
মিরসরাই উপজেলা ব্যাপক হারে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারগুলোতে ত্রাণ বিতরণের দৃশ্য বেশ চোখে পড়ার মতো। তারই ধারাবাহিকতায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে বিভিন্ন ওর্য়াডে ঈদ উপহার নিয়ে দ্বারে দ্বারে ছুটে মিরসরাই সমিতি ওমানের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন রনি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানরাথ আহাম্মদ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক তানিম রাব্বি।
ঈদের এমন সহায়তা পেয়ে বেশ খুশি পরিবার।এসময় তারা সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন রনি এবং মিরসরাই সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিরসরাই সমিতি ওমানের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি জানান, মিরসরাই সমিতি ওমানের পক্ষ থেকে উপজেলার মিঠানালা, রহমতাবাদ এবং জোরারগঞ্জ ইউনিয়নে আমরা ঈদ উপহার সামগ্রী দিয়েছে।আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার।এসময় তিনি মিরসরাই সমিতি ওমানের সভাপতি মোঃ রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার (২৩ মে) মধ্যরাতে সংগঠনের পক্ষ থেকে এসব ঈদ উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর আগেও প্রায় ১০০ টি কর্মহীন দরিত্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে সংগঠনটি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













