২৯ অক্টোবর ২০২৫

উখিয়ায় একলাখ ইয়াবাসহ দুই কারবারি ধরা

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একলাখ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের বসত বাড়িতে এ অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতার হলো— টেকনাফের হোয়াইক্যংয়ের পূর্ব মহেশখালীয়া পাড়ার সুলতান আহমদের ছেলে শফিকুল ইসলাম ও উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান (২১)।

র‍্যাব-১৫ এর ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, র‍্যাবের কাছে খবর আসে পালংখালীর গয়ালমারা এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এখবরে র‍্যাবের আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের অভিযানিক দল উক্ত এলাকার জনৈক নূর হোসাইনের বসত বাড়ির সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের সাথে থাকা অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং তিনি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে গেছে বলে স্বীকার করে।

পরবর্তীতে আটকদের দেহ ও তাদের দেখানো মতে ২নং আজিজুর রহমানের বসত ঘরের দক্ষিণ পার্শ্বের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশী করে একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার আলামতসহ গ্রেফতার ও পলাতক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন