২৮ অক্টোবর ২০২৫

উখিয়ায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগা গাছে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুন) সকালে উখিয়ার পূর্ব দরগাহবিলের নিজ ভিটার আম গাছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত জাহাঙ্গীর আলম (২৮) উখিয়ার পূর্ব দরগাহবিলের ঠান্ডা মিয়ার ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, উখিয়ার পূর্ব দরগাহবিলের জাহাঙ্গীর আলম রবিবার ১৮জুন রাত ১০টার দিকে খাওয়া দাওয়া শেষে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোন এক সময় সকলের অজান্তে নিজ ঘর হতে বাইরে যান। সোমবার সকাল ৬টার দিকে ঘরের পূর্ব-উত্তর পাশের একটি আম বাগানে তার ঝুলন্ত মরদেহটি দেখতে পান। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানষিক রোগী ছিলেন।

উখিয়া থানার ওসি আরো জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন