কক্সবাজারের উখিয়া উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই–বোনদের মধ্যে হওয়া সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা পরস্পরের চাচাতো ভাই-বোন।
নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম কুতুপালং এলাকার বাসিন্দা ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন (৪৫), তাঁর চাচাতো ভাই আবদুল মান্নান (৩৬) ও চাচাতো বোন শাহিনা বেগম (৩৮)।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর (দেয়াল) নির্মাণের কাজ শুরু করেন আবদুল্লাহ আল মামুন। এ সময় প্রতিপক্ষ চাচাতো ভাই-বোনেরা কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হতাহতের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।