কক্সবাজারের উখিয়া সদর বিট এলাকায় বনভূমি দখল করে গড়ে ওঠা পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। শনিবার (২২ মার্চ) সকালে উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) শাহিনুর ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া সদর বিটের শীলের ছড়া, টিএন্ডটি ও কুতুপালং এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে স্থাপনা গড়ে তুলছিল। সম্প্রতি দখলদাররা নতুন করে নির্মাণকাজ শুরু করলে বন বিভাগ তাদের বিরুদ্ধে নোটিশ পাঠায়। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পাওয়ায় প্রশাসন অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত ১৫ দিনের মধ্যেও তারা কোনো জবাব দেয়নি এবং নির্মাণকাজ চালিয়ে গেছে। পরে তথ্য-উপাত্ত যাচাই করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং দখল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এআরই/বাংলাধারা