৬ নভেম্বর ২০২৫

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ার রাজাপালং এ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকল গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি দল।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব দরগাহবিল খিল্লামারা জামে মসজিদ এলাকা অভিযান চালিয়ে তাদের কাছ থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান আটকের বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলো— কক্সবাজারের উখিয়ার রাজাপালং খিল্যামারা এলাকার কবির আহমেদের ছেলে আব্দুল আলম (৩৫) একই এলাকার রশিদ আহমেদের ছেলে নুরুল হাকিম সুলতান ওরফে বাইট্টা(৩০)।

র‌্যাব-১৫ এর এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পূর্বদরগাহ বিলের খিল্লামারা মসজিদ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম ও বাইট্টকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে টেকনাফ ও মায়ানমার হতে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছে, এমনটি স্বীকার করেছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ