৩ নভেম্বর ২০২৫

উখিয়ায় ৬৩ রোহিঙ্গা আটক করে ক্যাম্পে হস্তান্তর

কক্সবাজারের উখিয়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৬৩ রোহিঙ্গাকে আটক করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণে তাদেরকে ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়া উপজেলার পৃথক স্থানে এ অভিযান চালানো করা হয় বলে নিশ্চিত করেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদে।

তিনি বলেন, বুধবার সকাল ১০ টা থেকে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে উখিয়া উপজেলার বিভিন্ন চায়ের দোকান ও মুদির দোকানে শ্রমিক হিসাবে কাজ করছে অনেক রোহিঙ্গা। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকারিরা উখিয়া বাজার থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদেরকে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ (সিআইসির) মাধ্যমে ক্যাম্পে হস্তান্তর করা হয়।

অপরদিকে, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বিনা অনুমতিতে রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তারা টমটম (ইজিবাইক) ও সিএনজি গাড়ি চালিয়ে যাচ্ছিল। পাশাপাশি বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত হচ্ছেন।আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার সকালে উখিয়া থানা পুলিশের একটি টিম উখিয়া কলেজের সামনে পুলিশ চেকপোস্টসহ অন্যান্য ৪৫ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ক্যাম্প সিআইসির কাছে হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ