কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ঘরের দেয়াল চাপা পড়ে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকালে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ব্লক-ডিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা খাতুন (৬০) উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ব্লক-ডির মৃত আবু বক্করের স্ত্রী। দেয়াল চাপায় আহত অবস্থায় উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর দুপুরের দিকে তিনি মারা যান।
উখিয়ার কুতুপালং আন-রেজিস্টার্ড ক্যাম্পের সেক্রেটারি মোহাম্মদ নূর জানান, বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের পানি দেয়ালে পড়লে তা নড়বড়ে হয়ে যায়। সকালে অকস্মাৎ দেয়ালটি ধ্বসে গিয়ে মোস্তফা চাপা পড়ে। তাকে উদ্ধার করে আহতাবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে রোহিঙ্গা নারী মোস্তফার মৃত্যু হয়।
বাংলাধারা/এফএস/এমআর













